কিভাবে Ultra Strong Password তৈরী করবেন আপনার মোবাই দিয়ে।



এই ফেসবুক,টুইটার,জিমেইল এর যুগে পাসওয়ার্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।এটা এমন একটা জিনিস যা ভুল করেও যদি অন্য কারও হাতে চলে যায় তাহলে বলা যায় আমাদের পুরো লাইফটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।কিন্তু অনেকেই পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে তেমন একটা সচেতনতা অবলম্বন করেন না,এর ফলে অনেকেরই পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

তাছাড়া হ্যাকারদের কাছে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি এবং আইডিয়া যার মাধ্যমে তারা আপনার পাসওয়ার্ড না জেনেও একটা প্রোগ্রাম ব্যবহার করে আপনার পাসওয়ার্ড এর মত পাসওয়ার্ড তৈরি করে ফেলতে পারে।যদিও এ কার্যক্রম তা একটু দীর্ঘ সময় নিয়ে করতে হয়।


তবে আমরা যদি পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করি তাহলে কিন্তু আমরা প্রায় অনেকেই ৯০ শতাংশেরও বেশি হ্যাক হওয়া থেকে বা পাসওয়ার্ড অন্যের জেনে যাওয়া থেকে বেঁচে থাকতে পারি।আর এই সচেতনতার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এ কি ধরনের পাসওয়ার্ড আমরা আমাদের গুগল,ফেসবুক বা টুইটারে বা অন্য যেকোনো ইন্টারনেটের পাসওয়ার্ড এর ক্ষেত্রে ব্যবহার করব? 

তো বন্ধুরা আজকাল অনেকেই শুধু নাম্বার অথবা নিজের নাম এরকম কিছু পাসওয়ার্ড হিসেবে দেয়।তবে পাসওয়ার্ড এর ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ এবং হ্যাক হওয়ার সম্ভাবনা নেই এরকম পাসওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে।এই ক্ষেত্রে আপনারা চাইলে আমি যে অ্যাপের লিঙ্ক টা দিয়েছি সেই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আপনাদের এন্ড্রয়েড ফোনে নিজেরাই স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন।

এখন কেন এই app টা?কারণ হচ্ছে এই অ্যাপটা দিয়ে আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করবেন সেটার দৈর্ঘ্য হবে অনেক,আপনি চাইলে দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবেন অর্থাৎ কয়টি অক্ষর দিয়ে আপনি পাসওয়ার্ড তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি সেট করে দিতে পারবেন।তাছাড়া এখানে শুধু নাম্বার অথবা নাম দিয়ে পাসওয়ার্ড তৈরি করা হবে না,এটা randomly একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করে দেবে, যেখানে নাম্বার থাকবে, বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং ছোট হাতের বড়, হাতের অক্ষরও থাকবে।যা দেখতে অনেকটা জগাখিচুড়ি টাইপের হবে 😁।তবে যদিও এরকম পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর তবে খুবই নিরাপদ।

আপনি চাইলে অনলাইনে বিভিন্ন Password Strength Checker পাবেন যেখানে আপনি পাসওয়ার্ড গুলো চেক করে দেখতে পারবেন যে কোন পাসওয়ার্ডের মজবুতি কেমন।আচ্ছা আমি নিচে লিংকটা দিয়ে দিয়েছি।আপনি সেই লিংক থেকে ডাউনলোড করে কিভাবে password generate করবেন সেটা স্ক্রিনশট থেকে দেখে নিন।
==============================

To download the app from Play Store

 Download From Play Store 





1.লাল বক্সের সবগুলোতে টিক দিয়ে দিন




2।Red box এর number field এ যেকোনো সংখ্যা বসিয়ে Password এর length/দৈর্ঘ্য নির্ধারণ করুন।

এক্ষেত্রে,

length = 20 (Very Strong Password).

length = 30+ (Ultra Strong Password).










আরো পড়ুুনঃ

Comments

Post a Comment