আপনার ফোনের Show Touches অপশন কিভাবে On করবেন?


আমি নওশাদ হোসেন রাহাত আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের _ন্ড্রয়েড মোবাইলের শো টাচেস (Show Touches) অপশনটি চালু করবেন।

১। এর জন্যে আপনাকে প্রথমে আপনার ফোনে ডেভেলপার অপশন (Developer Option) চালু করতে হবে।চালু থাকলে Screenshots গুও দেখুন আর না থাকলে এই পোস্ট টি দেখে নিন:
২। এবার আপনার ফোনের Settings এ যান। সেটিংস এ গিয়ে Developer options এ ক্লিক করুন।


৩। ডেভেলপার অপশন টা On করে দিন


৪। Show Touches টা On করে দিন


এবার আপনি আপনার মোবাইল স্ক্রীনের যেখানেই টাচ করবেন সেখানে এরকম একটা ছোট গোলাকার সাদা চিহ্ন দেখতে পাবেন।


ধন্যবাদ!

Comments