[মহাকাশ] জানুন ইন্টারস্টেলার স্পেইস থেকে আশা এই অদ্ভূত বস্তুটির (Oumuamua/আউমুয়ামুয়া) রহস্য
ওমুয়ামুয়া হলো সৌরজগতের মধ্য দিয়ে যাওয়া প্রথম সনাক্ত করা আন্তঃকেন্দ্রিক বস্তু। আনুষ্ঠানিকভাবে ১ আই / ২০১৭ ইউ ১ (1I/2017 U1) হিসাবে মনোনীত, এটি রবার্ট ওয়ারেক (Robert Weryk) হাওয়াইয়ের হ্যালিয়াকালা অবজারভেটরিতে প্যান-স্টারআরএস টেলিস্কোপ ব্যবহার করে ১৯ ই অক্টোবর ২০১৭ এ, ৯ ই সেপ্টেম্বর সূর্যের নিকটতম স্থানটি অতিক্রম করার ৪০ দিন পরে এটি আবিষ্কার করেছিলেন।
- ব্যাসার্ধ : ২০০ মি.।
- শেষ পেরিহিলিয়ন : ৯ই সেপ্টেম্বর,২০১৭।
- আবিষ্কৃত : ১৯ শে অক্টোবর,২০১৭।
- আপাতদৈর্ঘ্য:১৯.৭ থেকে ২৭.৫।
▶আপনারা জানেন কি?
জানুয়ারি ২০১৮ এর পর থেকে 'আউমুয়ামুয়া'
আর কোনো টেলিস্কোপেই দেখা দেয় নি এমন কি মহাকাশের কোত্থাও না
Comments
Post a Comment