App ছাড়াই পছন্দ মতো Logo Design করুন একদম Free
তাই চলুন শুরু করা যাক নিচে আমি আপনাদের স্ক্রিনশটসহ দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এই লোগোগুলো ডিজাইন করবেন⬇
১। প্রথমে আপনার মোবাইলের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন অথবা আপনার কম্পিউটারের কোন একটি ব্রাউজার ওপেন করুন যেরকম গুগল ক্রোম (Chrome) মজিলা ফায়ারফক্স (Firefox) অপেরামিনি (Opera Mini) অথবা ইউসি ব্রাউজার (UC Browser) তারপর ব্রাউজারের ইউআরএল বক্সে cooltext.com এই লিংক টা লিখে এন্টার করুন।
2.আপনার পছন্দ মতো যেকোও একটা Design Select করুন এবং Click on the design.
3.আপনি আপনার প্রয়োজন অনুসারে লোগোটির size change করতে পারেন।
DONE!
Nice
ReplyDelete