আপনার Android ফোনেই Google Analytics ব্যবহার করুন




আসসালামু আলাইকুম

আশা করি ভালো আছে। আমি নওশাদ হোসেন রাহাত এবং আজকের পোস্টে আমি নিয়ে আসেছি Google Analytics Androi App এর কিছু রিভিউ।আশা করি ভালো লাগবে।


গুগল এনালিটিক্স একটা খুবই জনপ্রিয় Web Analyzer Tool যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট/ব্লগ বা এন্ড্রয়েড এপ্লিকেশনের ভিজিটর/পেইজ ভিউ/সেশন/ভিজিটর কোন দেশের,কখন আসে,কি করে মোট কথা Google Analytics দ্বারা আমরা আমাদের ওয়েবসাইট/ব্লগ ও এন্ড্রয়েড এপ্লিকেশনের ভেতরে কি হচ্ছে,কে আসছে-যাচ্ছে এসব ট্র‍্যাক করে এনালাইসিস করি যাতে আমরা আমাদের কাস্টমার,কাস্টমারদের পছন্দ-অপছন্দ ইত্যাদির উপর নজর রেখে আমাদের কন্টেন্টগুলোকে আরো ভালোভাবে তৈরি করতে পারি।


তো যাই হোক এই Google Analytics টা আগে শুধু একটা ওয়েবসাইট থেকে ব্যাবহার করতে হতো।আর এক্ষেত্রে সমস্যা এটাই হতো যে আমরা যারা মোবাইল ফোন ব্যাবহার করি তারা এটি ব্যাবহার করতে গেলে খুবই ধীর গতিতে চলতো/লোড দেরি হতো/মোবাইলের পর্দায় ছোট ছোট দেখা যেতো।তা গুগল এই সমস্যা দুর করে আমাদের মতো মোবাইল ফোন ব্যাবহারকারীদের জন্য নিয়ে এসেছে Google Analytics android app যার দ্বারা আমরা খুব সহজেই গুগল এনালিটিক্স এক্সেস করতে পারবো অন দা গো (On-The-Go)।


এই এপ্লিকেশন টি ইতোমধ্যেই প্লে স্টোর (Play Store) থেকে ৫০ লক্ষ (5 million) বার ডাউনলোড করা হয়েছে।১০৮ হাজার রিভিউ এবং ৪.৭ র‍্যাংকিং পেয়েছে এপ্লিকেশনটি।


এই আপ্লিকেশন টি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে ক্লিক করুন⬇





দেখুন কিভাবে এই আপ্লিকেশনটি আপনার মোবাইলে সেটাপ (Setup) করবেন ⇨

১। প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে "google analytics" লিখে সার্চ করুন।তারপর এই রকম দেখতে এপ্লিকেশনে ক্লিক করুন যেমনটা ছবিতে দেখছেন।⬇


# এপ্লিকেশনটি ইন্সটল করুন।






# এপ্লিকেশনটি ইন্সটল করার পর সেটি চালু করুন/খুলুন।আপনি চাইলে ডাউনলোড করার পর প্লে স্টোরে "Open" বাটনে ক্লিক করলেও সেটি চালু হয়ে যাবে।






#  "Get Started" বাটনে ক্লিক করুন।





# এবার প্রথমেই আপনার ফোনে থাকা জিমেইল (Gmail) গুলোর তালিকা আসবে।সেখান থেকে একটা বেছে নিন যেটাতে আপনার গুগল এনালিটিক্স একাউন্ট খোলা রয়েছে।মনে রাখবেন যে গুগল এনালিটিক্স একাউন্ট টা কিন্তু আপনার আগেই খোলা থাকতে হবে।






# এবার একটা নির্দিষ্ট "View" বেছে নিন যা একটা নির্দিষ্ট "Property" এর মধ্যে রয়েছে এবং যার ডেটা গুলো আপনি দেখতে চাচ্ছেন।





# এবার আমরা ড্যাশবোর্ড (Dashboard) তৈরি করবো।এক্ষেত্রে প্রথমে এপ্লিকেশনটির বাম পাশে উপরের কোনায় তিনটা দাগ কাটা রয়েছে তাতে ক্লিক করুন।এরপর স্ক্রিনশটগুলো অনুসরণ করুন।








# Click the "Plus" icon...





#Now you can see a full store of "widgets" which you can add to your Dashboard for more data at one place....





# After selecting and saving the widget you can see it on your "Dashboard"....





😊 পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।


পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আশা করি।আর কোনো মন্তব্য থাকপ্লে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।


* For any questions you can ask me in comment box....


-------------------------------------------------------





[Android Hacks] Make Your Google Chrome "Dark" | আপনার ফোনের Google Chrome কে বানিয়ে ফেলুন "ডার্ক"


Comments