যেকোন Link বা Website কে Android App বানিয়ে ফেলুন!
আমি নওশাদ হোসেন রাহাত এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে কোন ওয়েবসাইটের লিঙ্ক কে অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে ফেলতে পারি।
আমাদের অনেকেরই Blog রয়েছে বা Website রয়েছে যেগুলোকে আমরা Android app হিসেবে ব্যবহার করতে চাই।কিন্তু মূলত আমরা ডেভলপার না তাই আমরা অ্যাপস তৈরি করতে পারি না।তবে এমন অনেক অনলাইন ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আপনি আপনার ওয়েবসাইটের লিংক অথবা ফেসবুক পেইজের লিঙ্ক,ইউটিউব চ্যানেল লিংক ইত্যাদি দিয়ে সেগুলোকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে ফেলতে পারবেন।আপনি চাইলে সেই app টা Play Sotre এ পাবলিশ করতে পারবেন।তবে সেখানে আপনাকে খরচ করতে হবে।
আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক, আমি স্ক্রিনশট এর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিংক কে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে পারেন।
প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।তারপর এই লিংকে প্রবেশ করুন।
এই লিংকে যাওয়ার পর এরকম একটা পেইজ আসবে।তারপর Create App এ ক্লিক করবেন।
তখন সামনে এরকম একটা পেইজ আসবে, যেখানে দুইটা অপশন পাবেন।সেই দুইটা অপশন থেকে আপনাকে CREATE APP TO GROW তে
ক্লিক করতে হবে।
তারপর নিচের স্ক্রীনশটের মতো যেই অপশনের নিচে Website লেখা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে।
তারপর নিচের স্ক্রীনশটের মতো আরেকটি পেইজ আসবে।এখানে আপনাকে আপমার App টার জন্যে আপনার ওয়েবসাইটটি link দিতে হবে এবং বিভিন্ন ট্যাব সেটাপ করতে হবে।লিংক দেয়ার পর SAVE এ ক্লিক করতে হবে।
এরপর পেজটা একটু লোড হবে এবং আপনার দেয়া ইউআরএল টা যদি কাজ করে অর্থাৎ যদি ইউ আর এল টা workable হয় তাহলে SAVE বাটনটির নিচে এরকম স্ক্রীনশটএর মত একটা মেসেজ শো করবে।
যদি গ্রীন বকক্সের এই মেসেজটা আপনাকে শো না করে তাহলে আপনার দেয়া link/url ভুল ছিলো বা তাতে কোনো সমস্যা ছিলো।আচ্ছা অখন এই সবুজ বকক্সের মেসেজটা শো করবে তখন একটু নিচে স্ক্রল করবেন।একটু নিচে স্ক্রল করলে এরপরের স্ক্রীনশটএর মত একটা অংশ দেখতে পাবেন।
এরপরে আসবে Customize App Layout যা আপনি আরেকটু নিচের অংশে পেয়ে যাবেন। সেখানে আপনি তিনটা অপশন পাবেন যেখান থেকে যে কোন একটা সিলেক্ট করতে পারবেন। এগুলো হচ্ছে আপনি আপনার যে অ্যাপটা তৈরি করবেন সেখানে কি আপনি নেভিগেশন ড্রয়ার (Navigation Drawer) চান নাকি নিচে মেনুবার (Menu Bar) চান যেটাতে সিলেক্ট করলে পরে অন্য একটা ট্যাব ওপেন হয়ে যাবে বা উপরের দিকে হেডার মেনু চান এরকম একটা সিলেক্ট করতে পারবেন। তবে আমি বলবো আপনি প্রথমটা সিলেক্ট করুন।
এরপর Action Bar থেকে No সিলেক্ট করে দেবেন এবং Next এ ক্লিক করবেন।
এবার আসবে App Name বক্স যেখানে আপনাকে আপনার App টার জন্য একটা নাম দিতে হবে।এরপর Next এ ক্লিক করবেন।
এবার আপনাকে আপনার অ্যাপের জন্য একটা আইকন দিতে হবে অর্থাৎ একটা ছবি আপলোড করতে হবে যা আপনার এ্যাপের আইকন হিসেবে দেখাবে যখন সেটাকে কেউ ইন্সটল করবে।এখন আপনার কাছে যদি কোন আইকন না থাকে অর্থাৎ কোন ইমেজ,পিকচার,ফটো ইত্যাদি না থাকে তাহলে আপনি Default Icon অপশন সিলেক্ট করে দেবেন অথবা যদি আপনার কাছে কোন আইকন থাকে তাহলে আপনি Custom Icon সিলেক্ট করবেন।তারপর ডান পাশে আপলোড Upload বাটনে ক্লিক করলে আপনাকে আপনার মোবাইলের পিকচার গুলো সিলেক্ট করার অপশন দেওয়া হবে।সেখান থেকে আপনি আপনার যে আইকন টা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন।
মনে রাখবেন অ্যাপের আইকন হিসেবে যেই Picture আপনি আপলোড করবেন সেটার রেজুলেশন কিন্তু অর্থাৎ সেটার সাইজ কিন্তু 512x512 অর্থাৎ বর্গাকার হতে হবে।
তারপর এরকম আপনার কাছে একটা অপশন আসবে যেখানে আপনি আপনার আইকনটি ক্রপ (Crop) করতে পারবেন বা এটার নির্দিষ্ট কোনো অংশ কেটে রাখতে পারবেন।তারপর Crop বাটনে ক্লিক করবেন।এতে করে আইকনটি আপলোড হয়ে যাবে।
এরপর Next বাটনে ক্লিক করবেন।
এই AppsGeyser এ আপনার লিঙ্ক থেকে app তৈরি করার জন্য আপনাকে AppsGeyser এর মেম্বার হতে হবে অর্থাৎ AppsGeyser এর একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে।তো সেজন্য এখানে আপনাদের তিনটা অপশন দেয়া হবে একটা হচ্ছে Continue with Google তারপর Continue with Facebook অথবা আপনি চাইলে নিচে অন্য কোন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করে বা লগইন করে সেটা করতে পারবেন।
তবে আপনার যদি Gmail অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন যে Continue with Google তারপর আপনাকে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলবে।তখন অটোমেটিক্যালি আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে কোন ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে না।
অথবা আপনি চাইলে দ্বিতীয় অপশন অর্থাৎ Continue with Facebook সিলেক্ট করতে পারেন।সেক্ষেত্রে আপনাকে আপনার ফেইসবুকে লগইন করতে বলা হবে।তখন আপনি আপনার ফেসবুকে লগইন করলেই অটোমেটিক আপনি একটা AppsGeyser অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
যেই ব্রাউজার দিয়ে আপনি এই AppsGeyser এর মধ্যে অ্যাপ তৈরি করতে চাচ্ছেন সেই ব্রাউজারে আগে থেকেই যদি ফেসবুক লগইন করা থাকে তাহলে আপনাকে আর নতুন করে লগইন করতে হবে না।শুধু আপনাকে নিচের স্ক্রীনশটএর মত একটা অপশন দেখাবে তখন আপনি ঐ নিল বাটনটিতে যে Countinue as তারপর আপনার একাউন্টের নাম থাকবে সেই বাটনটিতে ক্লিক করে দিলেই হয়ে যাবে।
তো যখন অ্যাকাউন্ট তৈরি করা অথবা লগইন সাকসেসফুল হবে তখন আপনাকে নিচের স্ক্রীনশটএর মত একটা পেজে নিয়ে যাবে।সেই পেইজে আপনি উপরের দিকে যেই আইকনটি রয়েছে ডাউনলোড আইকন,সেই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তখন আপনার অ্যাপটি তারা তৈরি করে দেবে এবং আপনাকে ডাউনলোড করার অপশন দেবে।
এরপর আপনার সামনে এরকম আরেকটি ইন্টারফেস আসবে যেখানে আপনি একটা অপশন পাবেন যে আপনার ইমেইলে সরাসরি এই অ্যাপটা ডাউনলোড লিংক পাঠিয়ে দিতে পারবেন।শুধু ওই বক্সে আপনার ইমেইল টা দেবেন তারপর নিচের সবুজ রঙের বাটনটি রয়েছে SEND APP TO EMAIL বাটনটিতে ক্লিক করবেন অথবা চাইলে আপনি সরাসরি আপনার app টি ডাউনলোড করতে পারেন নিচের লাল বক্সের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি স্ক্রিনশটে download app directly সেই লিঙ্কটিতে ক্লিক করবেন
তারপর যখন এরকম একটা ইন্টারফেইস আসবে তখন ২ থেকে ৫ মিনিট অপেক্ষা করুন।
এরপর যখন এইরকম সবুজ রংয়ের একটা গোলাকার ডাউনলোড আইকন দেখাবে তখন সেটাতে ক্লিক করবেন।
Congratulations!
আলহামদুলিল্লাহ
আপনার app টি তৈরী হয়ে গেছে।তখন আপনার apk file টা ডাউনলোড হওয়া শুরু হবে।তখন OK তে ক্লিক করবেন।
ফাইল টা ডাউনলোড শেষ হয়ে গেলে ইন্সটল করে নেবেন।আমিও করেছি এবং আপনারা স্ক্রীনশটে দেখতে পাচ্ছেন।
আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনার ভাল লেগেছে এবং কাজে এসেছে।এরকম আরো দারুন টিপস এবং ট্রিকস সম্পর্কিত টিউটোরিয়াল পেতে আমার ব্লগে ভিজিট করুন এবং যদি অন্য কোন বিষয়ে পোষ্ট চান সেক্ষেত্রে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং এই টিউটোরিয়ালটি আপনার কেমন লাগলো এবং এ থেকে কতটুকু প্রকৃত হতে পারলেন এবং এই বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভাল থাকবেন,আসসালামু আলাইকুম।ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে আবার আমার পাঠক হিসেবে পাবো। 😊
Comments
Post a Comment