Payoneer থেকে একাউন্ট স্টেটমেন্ট (Account Statement) ডাউনলোড করবেন যেভাবে।
আসসালামু আলাইকুম। আমি নওশাদ হোসেন রাহাত, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের Payoneer থেকে মাসিক একাউন্ট স্টেটমেন্ট (Account Statement) নইতে পারবেন একদম বিনামুল্যে। আর এই একাউন্ট স্টেটমেন্টটি একদমই একটি ব্যাংক স্টেটমেন্ট এর মতোই।
এখানে আমি আপনাদের সেই স্টেটমেন্ট এর স্ক্রীনশটটি দেখিয়ে দিচ্ছি। নিরাপত্তার কারণে আমি শুধু আমার ঠিকানা ও ফোন নাম্বারের অংশটুকু এবং ক্লায়েন্টের নামের অংশটুকু ঢেকে দিয়েছি।
দেখতেই পাচ্ছেন যে এই স্টেটমেন্টটি হুবহু একটা ব্যাংক স্টেটমেন্টের মতোই, যেখানে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার দেয়া থাকবে। আর ব্যাংক স্টেটমেন্ট এর মধ্যেও কিন্তু এসবই থাকে যার সাহায্যে আমরা এড্রেস ভেরিফাই করতে পারি।
👉 কিভাবে এটি পাবেন?
এই স্টেটমেন্টটি আসলে একটি PDF File আকারে আপনি ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন।
১। তো এটা নেয়ার জন্য আপনাকে প্রথমে আপনার Payoneer একাউন্টে লগিন করতে হবে। লগিন করার পর উপরের বাম দিকে আপনি যেই তিন দাগ দেয়া মেনু বাটন দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করবেন।
২। মেনু থেকে ❝ACTIVITY❞ তে ক্লিক করুন। তখন মেনুটি Expand হবে।
৩। সেখান থেকে ❝Reports and Statements❞ এ ক্লিক করুন।
৪। এবার নিচের স্ক্রিনশট এর জন্য চারটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে ❝Monthly statement❞ অপশনে ক্লিক করুন।
৫। এবার নিচের স্ক্রিনশট এর মতো একটি ফরম আসবে। এই ফরমে আপনি
- কোন কারেন্সির স্টেটমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করুন
- মাস এবং সাল সিলেক্ট করুন
- PDF সিলেক্ট করুন
৬। উপরের ধাপগুলো সম্পন্ন করার পর নিচের ❝Download❞ বাটনে ক্লিক করুন।
৭। এবার আপনার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে।
৮। ব্রাউজারের ডাউনলোড লিস্টে গেলে এরকম একটা ফাইল দেখতে পাবেন।
আরো নতুন নতুন বিষয়ে কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। টিউটোরিয়ালটি আপনার উপকারে লেগে থাকলে শেয়ার করুন টুইটার অথবা হোয়াটসঅ্যাপে।
Comments
Post a Comment