কিভাবে Google Analytics একাউন্ট খুলবেন?
আমি নওশাদ হোসেন রাহাত এবং আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে - "কিভাবে আপনারা একটা গুগল এনালাইটিক্স (Google Analytics) একাউন্ট খুলতে পারবেন"।
তবে টিউটোরিয়াল শুরু করার পূর্বে চলুন জেনে নেয়া যাক -
গুগল এনালাইটিক্স (Google Analytics) আসলে কি?
গুগল এনালাইটিক্স হচ্ছে google-এর একটা ফ্রী টুল অথবা বলতে পারেন একটা টেকনোলজী যার মাধ্যমে আপনি আপনার কোন এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের (Android App) অথবা আইফোনের অ্যাপ্লিকেশনের (iOS App) অথবা আপনার ওয়েবসাইট (Website) এর ট্রাফিক ট্র্যাক (Traffic Track) করে সেটার বিভিন্ন প্রকার তথ্যের পরিসংখ্যান দেখতে পারবেন।এখন এই তথ্যগুলো হতে পারে আপনার অ্যাপে অথবা ওয়েবসাইটে কিরকম ভিজিটর আসছে,কোথা থেকে আসছে ইত্যাদি।
Google Analytcs আমাদের কি কি সুবিধা দেয়?
আমিতো প্রথমেই বললাম যে -
- গুগলের মাধ্যমে আপনারা বিভিন্ন Android বা iPhone applications এবং Website এর ট্রাফিক ট্র্যাক করতে পারবেন।
- তারপর এই গুগল এনালাইটিক্স আপনাকে সেই ট্রাফিক ট্র্যাক করে বিভিন্ন প্রকার তথ্য পরিসংখ্যান আকারে ও বোধগম্য গ্রাফ আকারে আপনার সামনে তুলে ধরবে।
- আপনার ওয়েবসাইটে কি পরিমান ভিজিটর প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে এবং প্রতি বছর আসছে সে সম্পর্কে google analytics আপনাকে একটা পরিসংখ্যান দেখাবে।
- কোন কোন দেশ থেকে এবং কোন কোন দেশের কোন কোন শহর থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে সে সম্পর্কে আপনি পরিসংখ্যান দেখতে পারবেন।
- তারপর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে অথবা কম্পিউটার থেকে এরকম কোন কোন ডিভাইস থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে সেটার পরিসংখ্যান দেখতে পারবেন।
- পূর্ববর্তী দিন/সপ্তাহ/মাস/বছরের ট্রাফিকের সাথে বর্তমানের তুলন্নামুলক গ্রাফ ও পরিসংখ্যান দেখতে পারবেন।
- তারপর ঘরে আপনার ওয়েবসাইটে কতক্ষণ ভিজিটর থাকছে সেটার পরিসংখ্যান দেখতে পারবেন।
- আপনার কোন পোস্টের কারনে বেশি ভিজিটর পাচ্ছেন সে সম্পর্কে পরিসংখ্যান দেখতে পারবেন।
- আপনার ওয়েবসাইটের কোন পেইজে কতো ভিজিটর আসে সেটা দেখতে পারবেন।
- কোন কিওয়ার্ড (keyword) সার্চ করে বা কি সার্চ করে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে সে সম্পর্কে আপনি পরিসংখ্যান দেখতে পারবেন।
- তারপর কোন ট্রাফিক সোর্স থেকে আপনার কাছে ভিজিটর আসছে অর্থাৎ ফেসবুক থেকে বা অন্য কোন ওয়েবসাইট থেকে অথবা টুইটার থেকে, ইউটিউব থেকে এরকম কোন কোন ট্রাফিক সোর্স থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে সে সম্পর্কে আপনি পরিসংখ্যান দেখতে পারবেন।
এরকম আরো অসংখ্য সুবিধা আপনি পাবেন গুগল এনালাইটিক্স থেকে।এই সুবিধাগুলো পেতে হলে আপনাকে প্রথমে একটা গুগল এনালাইটিক্স একাউন্ট খুলতে হবে।তারপর সেই অ্যাকাউন্ট থেকে আপনি একটা ট্রাকিং কোড পাবেন যা আপনি আপনার ওয়েবসাইটে সেটআপ করে দিলে আপনার গুগল এনালাইটিক্স একাউন্টটা আপনার ওয়েবসাইটের ট্রাফিক গুলো ট্র্যাক করতে শুরু করবে।
এখনি ট্রাকিং কোড সেটআপ করা আমি আজকে দেখাব না।আজকে শুধু আমি গুগল এনালাইটিক্স একাউন্ট কিভাবে খুলবেন সেটা দেখাবো। ইনশাআল্লাহ আমি সেটা পরবর্তীতে কোন পোস্টে দেখানোর চেষ্টা করব।আচ্ছা তো -
Google Analytics Account কিভাবে খুলবেন?
প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার এর ব্রাউজার টা ওপেন করুন।ব্রাউজার ওপেন করার পর সার্চ করুন গুগল এনালাইটিক্স (google analytics)।
তারপর গুগল সার্চ ইঞ্জিনের এরকম প্রথমদিকেই গুগল এনালাইটিক্স এর লিংকটা এসে যাবে।সেটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাকে গুগল এনালাইটিক্স এর হোমপেজে নিয়ে যাওয়া হবে ঠিক আছে।এখানে দেখতে পাচ্ছেন Set up for free সেটাতে ক্লিক করবেন।
তারপর এরকম একটা পেজ আসবে যার প্রথমে আপনি একটা বক্স দেখতে পাচ্ছেন একাউন্ট নেম Account Name।
এটা হচ্ছে আপনার একাউন্টের নাম।এই জায়গায় আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন অথবা আপনার যদি কোন ব্যবসা থাকে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে পারেন অথবা আপনার ওয়েবসাইটের নাম ও এখানে দিতে পারেন ঠিক আছে।
যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে Property Name এই বক্স টার মধ্যে আপনাকে লিখতে হবে আপনার অ্যাপ/ওয়েবসাইট/ব্যবসা অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নাম।
এদি লেখার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন Reporting Time Zone এখানে আপনি ক্লিক করে ড্রপডাউন বক্স থেকে আপনার যে দেশ সেই দেশের নামটা সিলেক্ট করে দিবেন।তারপর নিচে রয়েছে কারেন্সি অর্থাৎ আপনি আপনার দেশের অথবা প্রয়োজন অনুসারে যে কোন দেশের টাকা সিলেক্ট করে দিবেন।তারপর আবার Next বাটনটিতে ক্লিক করুন।
এবার About your Business অংশটি ওপেন হবে।যেখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি Industry Category লেখা রয়েছে
যেখানে ক্লিক করলে একটা ড্রপডাউন বক্স ওপেন হবে সেখান থেকে আপনি আপনার ব্যবসার অথবা আপনার ওয়েবসাইট বা অ্যাপ এর যে ক্যাটাগরি রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন।যদি কোন ক্যাটাগরি আপনার পছন্দ মত না হয় বা না মিলে তাহলে আপনি Other সিলেক্ট করে দিবেন।
এবার হচ্ছে বিজনেস সাইজ যেখানে আপনি ৪ ৫ টার মত অপশন পাবেন।যেকোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন।এটা হচ্ছে আর কি আপনার যদি কোন ব্যবসা থাকে বা আপনি কোন কর্মচারী খাটিয়ে কাজ করান তাহলে কতজন এমপ্লয়ী বা কর্মচারী আপনি খাটাচ্ছেন তাদের সংখ্যাটা এখানে সিলেক্ট করে দিবেন।আর যদি কোন ব্যবসাপ্রতিষ্ঠান না হয়ে থাকে শুধু ওয়েবসাইট তাহলে শুধু Small টা সিলেক্ট করে দিবেন।কারণ এখানে আপাতত অন্য কোন অপশন আমি দেখছি না ঠিক আছে।
এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো টিক মার্ক দেয়ার মত অপশন রয়েছে।সেখানে আপনি সবগুলোই সিলেক্ট করে দিবেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি কোন কোন ডাটা ট্র্যাক করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের বা
App এর।এখানে আপনি সবগুলো সিলেক্ট করে দেন।
তারপর Create এ ক্লিক করুুন।
এবার আপনার সামনে গুগল "Google Analytics Terms of Service Agreement" এর একটা ডায়ালগ বক্স আসবে,যেখানে আপনি উপরে দেখতে পাবেন যে একটা ড্রপডাউন বক্স রয়েছে।সেখানে ক্লিক করে আপনি আপনার দেশের নামটা সিলেক্ট করে দিবেন।তারপর নিচে দেখানো হচ্ছে যে একটা টিক মার্ক রয়েছে সেখানে আপনি টিক করে দিবেন,যদি না করা থাকে।
তারপর আরেকটু নিচে গেলে আবার আপনি দেখতে পাবেন যে আরেকটা টিক মার্ক করার জায়গা রয়েছে।সেটাও আপনি টিক করে দিবেন। তারপর I Accept বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে।🙄
এটা করার পর আবার আপনার সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে যেখানে অনেকগুলো টিক মার্ক অপশন রয়েছে।তবে আপনি কোনটিতেই টিক দিবেন না ঠিক আছে।আমি লাল বক্সে দেখিয়ে দিয়েছি যে Untick all and save এ ক্লিক করে দেবেন ঠিক আছে।
এবার আপনার গুগল এনালাইটিক্স অ্যাকাউন্টটি আপনি তৈরি করে ফেলেছেন।আশা করি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি ভালভাবে বুঝতে পেরেছেন এবং নিজের জন্য একটা গুগল এনালাইটিক্স অ্যাকাউন্ট খুলতেও পেরেছেন।এই টিউটোরিয়ালটি পড়ার জন্য ধন্যবাদ।😊
আরো পড়ুনঃ
তো আজকে এই পর্যন্তই।ভালো থাকবেন আর অন্য কোন কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।⬇️
আল্লাহ হাফেজ 😀
Comments
Post a Comment