Google Search Console এ কিভাবে Blogger এর Sitemap সাবমিট করবেন?


আসসালামু আলাইকুম। আমি নওশাদ হোসেন রাহাত এবং আজকের পোস্টে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ব্লগার এর সাইটম্যাপ গুগলে সাবমিট করবেন।

এই পোস্টটি থেকে যা যা শিখবেন

  • সাইটম্যাপ কি?
  • কেনো সাইটম্যাপ দরকার?
  • কিভাবে গুগলে ব্লগার এর সাইটম্যাপ সাবমিট করবেন?

সাইটম্যাপ কি (What is  SiteMap)?

সাইটম্যাপ হচ্ছে কোনো ওয়েবসাইট/ব্লগ এর মানচিত্র।আর এটা এর নামের অর্থ থেকেও বুঝা যায়।এটি মূলত একটি XML ফাইল যেখানে কোনো সাইটের ভেতরে থাকা প্রতিটা জিনিসের একটা মানচিত্র থাকে।অর্থাৎ সাইটের কোথায় কি আছে সেটা দেয়া থাকে।আর এই ডাটা গুলো xml কোড হিসেবেই থাকে।

কেনো সাইটম্যাপ দরকার (Why SiteMap)?

আপনার সাইটকে সার্চ ইঞ্জিন গুলোতে সাবমিট করতে আপনার অবশ্যই সাইটম্যাপ লাগবে।তাছাড়া সাইটম্যাপ ছারা কোনো সার্চ ইঞ্জিনই আপনার সাইটে কি আছে সেটা স্ক্যান করতে পারবেনা।ফলে আপনার সাইটের কোনো কিছু সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করলেও পাওয়া যাবেন।

কিভাবে ব্লগার এর সাইটম্যাপ গুগলে সাবমিট করবেন?


১। প্রথমে আপনার ফোনের ব্রাউজার Open করুন।


২। ব্রাউজার ওপেন করার পর, সার্চ বক্সে ❝google search console❞ লিখে সার্চ করুন।



৩। তারপর স্ক্রীনশটে যেমন একটা লিংক দেখতে পাচ্ছেন, এরকম লিংক টা খোজে তাতে ক্লিক করুন।


৪। এবার আপনার সামনে নিচের স্ক্রিনশটের মতো একটি ওয়েব-পেইজ আসবে।তখন ❝Start now❞ এ ক্লিক করুন।


৫। তারপর নিচের স্ক্রিনশট এর মতো একটি পেইজ আসলে, সেই পেইজের বাম পাশের উপরের দিকে তিন দাগ দেয়া হ্যাম্বার্গার বাটনে ক্লিক করুন। তখন একটা ন্যাভিগ্যাশন ড্রয়ার বের হবে।


৬। ন্যাভিগেশন ড্র‍্যায়ারের মেনু থেকে ❝Sitemaps❞ অপশনে ক্লিক করুন।


৭। লাল box এর খালি ঘর টি তে আপনার ব্লগের URL দিন এবং URL এর শেষে /sitemap.xml দিয়ে ❝Submit❞ এ ক্লিক করুন।


৮। সব ঠিকমতো দিয়ে থাকলে ❝Sitemap submitted successfully❞ দেখাবে। তখন ❝GOT IT❞ এ ক্লিক করুন।


৯। তারপর এরকমভাবে আপনার ব্লগের লংকটি দেখালে বুঝবেন সাইটম্যাপ সাবমিট হয়ে গেছে।



পোস্ট টি ভালো লাগলে Share করুন।

আপনি চাইলে আমার এই পোস্টগুলো পড়ে দেখতে পারেন ⬇





Comments

  1. আশা করি চালো লেগেছে।
    কিছু জানার থাকলে কমেন্ট করুন

    ReplyDelete

Post a Comment