Google Search Console এ কিভাবে Blogger এর Sitemap সাবমিট করবেন?
আসসালামু আলাইকুম। আমি নওশাদ হোসেন রাহাত এবং আজকের পোস্টে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ব্লগার এর সাইটম্যাপ গুগলে সাবমিট করবেন।
এই পোস্টটি থেকে যা যা শিখবেন
- সাইটম্যাপ কি?
- কেনো সাইটম্যাপ দরকার?
- কিভাবে গুগলে ব্লগার এর সাইটম্যাপ সাবমিট করবেন?
সাইটম্যাপ কি (What is SiteMap)?
কেনো সাইটম্যাপ দরকার (Why SiteMap)?
আপনার সাইটকে সার্চ ইঞ্জিন গুলোতে সাবমিট করতে আপনার অবশ্যই সাইটম্যাপ লাগবে।তাছাড়া সাইটম্যাপ ছারা কোনো সার্চ ইঞ্জিনই আপনার সাইটে কি আছে সেটা স্ক্যান করতে পারবেনা।ফলে আপনার সাইটের কোনো কিছু সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করলেও পাওয়া যাবেন।
কিভাবে ব্লগার এর সাইটম্যাপ গুগলে সাবমিট করবেন?
২। ব্রাউজার ওপেন করার পর, সার্চ বক্সে ❝google search console❞ লিখে সার্চ করুন।
৩। তারপর স্ক্রীনশটে যেমন একটা লিংক দেখতে পাচ্ছেন, এরকম লিংক টা খোজে তাতে ক্লিক করুন।
৪। এবার আপনার সামনে নিচের স্ক্রিনশটের মতো একটি ওয়েব-পেইজ আসবে।তখন ❝Start now❞ এ ক্লিক করুন।
৫। তারপর নিচের স্ক্রিনশট এর মতো একটি পেইজ আসলে, সেই পেইজের বাম পাশের উপরের দিকে তিন দাগ দেয়া হ্যাম্বার্গার বাটনে ক্লিক করুন। তখন একটা ন্যাভিগ্যাশন ড্রয়ার বের হবে।
৬। ন্যাভিগেশন ড্র্যায়ারের মেনু থেকে ❝Sitemaps❞ অপশনে ক্লিক করুন।
৭। লাল box এর খালি ঘর টি তে আপনার ব্লগের URL দিন এবং URL এর শেষে /sitemap.xml দিয়ে ❝Submit❞ এ ক্লিক করুন।
আশা করি চালো লেগেছে।
ReplyDeleteকিছু জানার থাকলে কমেন্ট করুন