ঘূর্ণিঝড় বুলবুল এগোচ্ছে বাংলাদেশের দিকে ১২০ কি.মি. এর ও বেশি বেগে in 2020





সেটেলাইট থেকে পাওয়া ঘূর্ণিঝড় বুলবুল এর ছবি।

❎ ঘূর্ণিঝড় বুলবুল এর কিছু তথ্যঃ

-------------------------------------

২০০৯ এর ২৫ মে ভারতের সাগর-দীপ এবং সুন্দরবন এলাকায় আঘাত হেনেছিল অতি ভয়ংকর আয়লা।

সগনিবার মধ্যরাতে আবারো তেমনি ভয়ংকর আরেক ঘূর্ণিঝড় "বুলবুল" সুন্দরবন এর উপর দিয়ে বয়ে যাবে।

এর গতি থাকবে প্রায় আয়লার মতোই যা প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা এর ও বেশি।ভারতে প্রায় ৬ টির ও বেশি জেলার সমস্ত স্কুল কলেগ বন্ধ করে দেয়া হয়েছে।





এই ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবংগ ও বাংলাদেশের দিকে আসছে।আজ মধ্যরাত হতে রবিবার এর মধ্যে এই ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের খেকো পারার মধ্যে আছড়ে পরার সম্ভাবনা রয়েছে।এর গতিবেগ থাকবে ঘন্টায় ১২০ কি.মি. এরো বেশি এমনকি তা ১৩০ ও ছাড়য়ে যেতে পারে।






ঘূর্ণিঝড় এর জন্য কিছু সতর্কতা ও করনীয়ঃ

------------------------------------------------

শান্ত থাকুন,গুজবে কান দিবেন নামোবাইল-ফোন সম্পুর্ন চার্জ করে রাখুনজরুরীকালীন প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখুনধারালো জনস সরিয়ে রাখুনপশু-পাখিদের ঘরের ভেতরেই রাখবেনঝরের পর কোনো ক্ষতিগ্রস্ত বাড়িতে প্রবেশ করবেন নাযতো দ্রুত সম্ভব নিরাপদ আস্রয়ে চলে যানছিরে পরে থাকা বিদ্যুতের তারে হাত দেবেন নাঘরের বৈদ্যুতিক প্রবাহ বন্ধ রাখুনদরজা জানালা বন্ধ রাখুন নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করুনরেডিও - ট্রাঞ্জিস্টরে খবর শুনুনফোটানো পানি খানসরকারি বার্তায় ভরসা রাখতে বলা হয়েছে


আপাতত এইটুকুই জানা গেছে।পরবর্তী আপডেট পেতে আমার ব্লগে আসতে পারেন।

ধন্যবাদ।


-------------------------------------------------------




[Free Wallpapers] Download Full Free 5 HD Nature Wallpapers For Your Smartphone


Comments

Post a Comment