এইচটিএমএল ট্যাগ (Html Tag) কি? Html Tag সমূহের তালিকা ও ব্যাবহার | Free HTML course in Bangla - Part 2


আজ অনেকদিন পর বাংলা এইচটিএমএল কোর্সের তৃতীয় আর্টিকেলটি লিখতে বসলাম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইচটিএমএল ট্যাগ কি এবং ওয়েব ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ব্যবহৃত সকল ট্যাগগুলোর ব্যবহার এবং পরিচিতি

তবে আপনি যদি এই আর্টিকেলটি আজকে প্রথম পড়ে থাকেন।তাহলে আপনি অবশ্যই আমার আগের দুইটা আর্টিকেল পড়ে নেবেন।কারণ তা না হলে আপনি আজকের আর্টিকেল সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না।তাই আমি অনুরোধ করব নিচে দুইটা লিংক দেয়া হয়েছে আগের আর্টিকেল দুইটার।সেগুলো পর্যায়ক্রমে পড়ে তারপর আশা করি আপনি এই পোস্টটা পড়বেন।
আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক।

Html Tag কি?


ট্যাগঃ  সনাক্তকরণের উদ্দেশ্যে বা অন্যান্য তথ্য দেওয়ার জন্য কারও সাথে বা কোনও কিছুর সাথে সংযুক্ত একটি লেবেল।

উপরের সংজ্ঞাটি হচ্ছে ট্যাগ এর সংজ্ঞা,যেটা আমি গুগল ট্রান্সলেট থেকে পেয়েছি অর্থাৎ এই সংজ্ঞাটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে - কোন কিছুর সাথে আরও কিছু অতিরিক্ত তথ্য বা নতুন তথ্য যোগ করার জন্য ব্যবহৃত বস্তুটিই হচ্ছে ট্যাগ।

আর এইচটিএমএল এর ক্ষেত্রেও ঠিক বিষয়টা একই রকম।কেননা যেহেতু এইচটিএমএল ডকুমেন্ট একটা তথ্য আর আমরা এই তথ্যটির মধ্যে বা এই তথ্যটির সাথে আরও কিছু অংশ জুড়ে দিতে বা আরো কিছু তথ্য সংযুক্ত করতে যেটা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় এইচটিএমএল ট্যাগ অর্থাৎ যেমন মার্কেটে গেলে বিভিন্ন কাপড়ের সাথে উপরের চিত্রটির মত লেভেল ঝুলানো থাকে বা লাগিয়ে দেয়া থাকে এগুলোকে বলা হয় ট্যাগ (Tag), যার মধ্যে কাপড়ের দাম,সাইজ ইত্যাদি লেখা থাকে।

আর এইচটিএমএল এর ক্ষেত্রে এইচটিএমএল ডকুমেন্ট এর বিভিন্ন অংশ থাকে এই প্রত্যেকটা অংশকে বিভিন্ন ট্যাগ দিয়ে যুক্ত করতে হয় বা তৈরি করতে হয়।আর যেহেতু এগুলো এইচটিএমএল এ ব্যবহৃত হচ্ছে তাই এগুলোকে বলা হয় এইচটিএমএল ট্যাগ।আর যারা Html বানিয়েছেন তারা আগে থেকেই pre-defined অর্থাৎ পূর্বনির্ধারিত কিছু ট্যাগ তৈরি করে দিয়েছেন।এর পরিমাণ টা আমার ঠিক জানা নেই হতে পারে পঞ্চাশটা অথবা ২০০+ এর মত।তবে এদের মধ্যে সবগুলো ব্যবহার করা হয় না।শুধু ৫০ থেকে ৬০ টার মত ট্যাগ ওয়েব ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রেও শুধুমাত্র একয়টি ট্যাগই ব্যবহার করা হয়ে থাকে।

আর বাকি ট্যাগগুলোর মধ্যে কিছু কিছু আছে Html এর নতুন ভার্সন গুলোতে ডেপ্রিকেট (Depricate) করে দেয়া হয়েছে বা ব্যবহার করা বন্ধ করে দেয়া হয়েছে।আবার কিছু কিছু নতুন এসেছে আর বাকিগুলো ব্যবহার করা হয় না অর্থাৎ প্রয়োজন তেমন একটা পড়ে না।তবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন।

আচ্ছা এখন এইচটিএমএল ট্যাগ কিভাবে ব্যবহৃত হয় এর একটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি।যেহেতু আমি আমার পূর্বের আর্টিকেল গুলোতে আপনাদের বলেছি যে এইচটিএমএল ডকুমেন্টের এর বিভিন্ন অংশ আলাদা আলাদা থাকে।যেমন হেডার (header) থাকে, বডি (body) থাকে, ফুটার (footer) থাকে ইত্যাদি।এই অংশগুলো তৈরি করার জন্য এইচটিএমএল এ কিছু কমন আবার কিছু আলাদা আলাদা ট্যাগ রয়েছে। এইচটিএমএল এর পুরনো ভার্সনে সবাই একই রকম ট্যাগ ব্যবহার করত প্রত্যেকটা আলাদা আলাদা অংশের জন্য।তবে নতুন ভার্সনে প্রত্যেকটা আলাদা আলাদা অংশের জন্য আলাদা আলাদা নামের ট্যাগ তৈরি করা হয়েছে।

তবে আমি এখন একটা উদাহরণ আপনাদের দেখাবো যে এইচটিএমএল ট্যাগ দিয়ে কিভাবে কাজটা করা হয় বা বিভিন্ন অংশ তৈরি করা হয়। যেমন ধরুন এইচটিএমএল ডকুমেন্টটাকে আমরা যদি একটা মানুষের সাথে তুলনা করি তাহলে ধরুন এই ডকুমেন্টের উপরের অংশে একটা মাথা রয়েছে তারপর পুরো বডিটা রয়েছে,ঠিক আছে? তাহলে আমরা যদি এই দুইটা অংশকে আলাদা আলাদা ভাবে তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই এইচটিএমএল ট্যাগের ব্যবহার করতে হবে।

এবার আমরা যদি মাথাটাকে ইংরেজিতে বলি হেড (head) এবং বাকি দেহটাকে বডি(body) হিসেবে ধরি, তাহলে আমরা দুইটা ট্যাগ তৈরি করতে পারি।একটা হচ্ছে হেড ট্যাগ আরেকটা হচ্ছে বডি ট্যাগ।আর মূলত সকল এইচটিএমএল ডকুমেন্টেই এই দুইটা ট্যাগই বাধ্যতামুলকভাবে ব্যবহার করা হয়।আর যেহেতু এটা (html) সম্পূর্ণটাই ইংরেজিতে লেখা তাই আমাদেরকেও সবগুলো ট্যাগই ইংরেজিতে লিখতে হবে।আচ্ছা তাহলে দুইটা ট্যাগের নাম নাহয় আমরা জেনে গেলাম।

কিন্তু একটা এইচটিএমএল পেইজ তৈরী করার ক্ষেত্রে এই ট্যাগগুলো আমরা ব্যবহার করবো কিভাবে  সেটা চলুন এবার জেনে নেই।এইমাত্র জানলাম যে একটা ট্যাগ হচ্ছে হেড (head) আরেকটা হচ্ছে বডি (body) ট্যাগ। এইচটিএমএল ট্যাগ লেখার বিষয়টা অনেকটা গণিতের ব্র্যাকেটের মত।ই যেমন ধরুন আপনি অংক করছেন আর কোন অংশটাকে আপনি প্রথম বন্ধনী (যেমনঃ (২+৩)) দ্বারা আবদ্ধ করতে চাচ্ছেন তাহলে প্রথমে আপনি বাম পাশে একটা প্রথম বন্ধনী দিয়ে মাঝখানে অঙ্কের ওই অংশটুকু লিখে শেষে আপনি ডান পাশে আরেকটা প্রথম বন্ধনী দিয়ে অংশটুকুকে আবদ্ধ করে দিবেন তাই না।

Html ও ঠিক এভাবেই লেখা হয়।আপনি যে অংশটা তৈরি করতে চাচ্ছেন সেটাকে আপনি একটা ট্যাগ দিয়ে আবদ্ধ করে দেবেন যার একটা শুরু থাকবে এবং একটা শেষ থাকবে অর্থাৎ একটা ওপেনিং থাকবে এবং একটা ক্লোজিং থাকবে।আর এই ওপেনিং-ক্লোজিং ট্যাগদ্বয়ের নাম একই থাকবে এবং লেখার নিয়মও প্রায় একই, তবে একটু ভিন্নতা রয়েছে।আর এই দুইটা ট্যাগ এর মধ্যবর্তী অংশটা এইচটিএমএল ডকুমেন্টের একটা অংশ হয়ে যাবে।



আর এরকম অনেকগুলো ছোট ছোট অংশ মিলেই একটা এইচটিএমএল পেইজ অথবা একটা ওয়েব পেইজ তৈরি করা হয়।আচ্ছা তো যদি আমরা এইচটিএমএল ট্যাগ লিখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এই ট্যাগের নামটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট (angle brackets = "< >") এর মধ্যে লিখতে হবে <ট্যাগ_এর_নাম> যেটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ (Opening Tag)।এরকমভাবে এরপর আমাদেরকে পুনরায় ক্লোজিং ট্যাগ লিখতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাঙ্গেল ব্র্যাকেট এর মধ্যে আগের নামটাই লিখতে হবে তবে যেহেতু এটা ক্লোজিং ট্যাগ ( Closing Tag) তাই এটাকে যেন আমরা ক্লোজিং ট্যাগ হিসেবে চিনতে পারি এবং কোনো ব্রাউজার (browser) এটাকে শো (show) করানোর সময় যাতে ব্রাউজারও বুঝতে পারে যে কোনটা ওপেনিং এবং কোনটা ক্লোজিং ট্যাগ সেজন্য ট্যাগের নামের আগে এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে একটা ব্যাক ফ্ল্যাশ (back slash = "/") থাকবে এরকমভাবে </ট্যাগ_এর_নাম> এটা হলো আগের ওপেনিং ট্যাগের ক্লোজিং ট্যাগ।

আশা করি এবার বুঝতে পারছেন যে ওপেনিং-ক্লোজিং ট্যাগ কাকে বলে এবং কিভাবে লিখতে হয়।

এই ওপেনিং এবং ক্লোজিং এর উপর ভিত্তি করে এইচটিএমএল এ দুই প্রকারের ট্যাগ রয়েছে।একটা হচ্ছে - 
  • এম্পটি অর্থাৎ খালি ট্যাগ (Empty Tag)
আরেকটা হচ্ছে - 
  • কন্টেইনার ট্যাগ (Container Tag)

এখন Empty Tag বলতে যে একদমই খালি তা কিন্তু না।এক্ষেত্রে এইচটিএমএল ট্যাগ এর শুধু ওপেনিং ট্যাগ রয়েছে কিন্তু এর আলাদা কোন ক্লোজিং ট্যাগ নেই বরং নিজেই নিজেকে ক্লোজ করে দিতে পারে এবং যেহেতু এর কোন ক্লোজিং ট্যাগ নেই তাই এর মধ্যে কোন তথ্য রাখা সম্ভব নয়।তাই একে বলা হয় এম্পটি বা খালি ট্যাগ।
Empty Tag লিখার নিয়ম হচ্ছে angle bracket এর মধ্যে ট্যাগের নাম লিখার পর ডান পাশের angle bracket এর আগে একটা back slash দিয়ে দিলেই ট্যাগটা নিজে নিজেই ক্লোজ হয়ে গেলো।ঠিক এভাবেঃ <ট্যাগ_এর_নাম />

এই ট্যাগগুলো এইচটিএমএল এ বহুল ব্যবহৃত হয়।যেমন আপনারা বিভিন্ন ফরম দেখতে পান বিভিন্ন ওয়েবসাইটে।সেই ফর্ম এর ভিতরের প্রায় সবগুলো অংশই empty tag ব্যবহার করে তৈরি করা হয়।

আর কনটেইনার ট্যাগ গুলো হচ্ছে ওপেনিং (opening) - ক্লোজিং (closing) ট্যাগ বাধ্যাতামূলক ব্যবহার করতেই হয় এবং এই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ গুলোর মধ্যে বিভিন্ন তথ্য রাখা যায়।তাদেরকে বলা হয় কনটেইনার ট্যাগ।আশা করি বুঝতে পেরেছেন।তো এতক্ষণ তো আমরা এইচটিএমএল ট্যাগ কি? ট্যাগ লেখার নিয়ম কি? কয় প্রকারের? জানতে পারলাম।এবার চলুন ওয়েব ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ব্যবহৃত html tag সমূহের তালিকা এবং ব্যবহার দেখে নেয়া যাক।

ট্যাগসমূহের তালিকাঃ

<!DOCTYPE html> - এটা সকল html page এর একেবারে উপরে লেখতে হয়।এটা ব্রাউজারকে বুঝানোর জন্য যে এই ডকুমেন্টটা এইচটিএমএল টাইপের।এর কোনো ক্লোজিং এর দরকার নেই।

<html></html> - এই ট্যাগটা হচ্ছে প্রত্যেকটা html page এর root ট্যাগ।অর্থাৎ এই ট্যাগের মধ্যেই একটা html document/page এর সকল কোড লিখতে হয়।<!DOCTYPE html> এর পরেই এই ট্যাগ লেখা হয় বা লেখতে হয়।
 
<head></head> - এটা লেখা হয় <html> tag এর ভিতরে।এটা হচ্ছে প্রত্যেকটা html ডকুমেন্টের উপরের অংশ।এর ভেতরে বিভিন্ন মেটা ডাটা,ক্যারেক্টার সেট,স্টাইলশীট - স্ক্রিপ্ট ইত্যাদি কোড লেখা হয়।এবং এটাই নিয়ম।

<body></body> - উপরের ট্যাগের পরেই এই ট্যাগটা লিখতে হয়।আর আমরা যেকোনো html page/website এ যা যা দেখি তার সব কোডই লেখা হয় এই বডি ট্যাগের ভিতরে।

<title></title> - এই ট্যাগটা লিখতে হয় <head> ট্যাগের ভেতরে।এই ট্যাগের মধ্যে ওয়েব পেইজের টাইটেল লিখতে হয় যা ব্রাউজারের ট্যাবের উপরে দেখাবে।


<meta/> - এটা হচ্ছে মেটা ট্যাগ।এটা head ট্যাগ এর ভেতরে লিখতে হয় এবং এর দ্বারা ব্রাউজারকে আপনার এইচটিএমএল ডকুমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া হয়।তবে ব্রাউজার এ তথ্যগুলো ব্যবহার করলেও এগুলো ভিজিটর এর কাছে দৃশ্যমান হয় না।এর কোনো ক্লোজিং ট্যাগ নেই।

<link/> - এটা হচ্ছে লিংক ট্যাগ,যার মাধ্যমে এক্সটার্নাল সিএসএস (External CSS) ফাইল আপনার এইচটিএমএল ডকুমেন্ট এর মধ্যে লিংক করানো যায়।এর কোনো ট্যাগ নেই।এটাও আপনাকে হেড ট্যাগ এর ভেতরেই লিখতে হবে।

<script></script> - এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ।ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট (Clint Side Script) লেখার জন্য ব্যবহার করা হয়।তবে সাধারাণত জাভাস্ক্রিপ্ট (JavaScript) কোড লেখার জন্যই এ ব্যবহার করা হয়।

<style></style> - এটা হচ্ছে স্টাইল ট্যাগ।এর মধ্যে আপনি আপনার এইচটিএমএল ডকুমেন্ট স্টাইলিং করার কোড গুলো লিখতে পারবেন।

<u></u> - এটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। এর মাধ্যমে লেখার নিচে আন্ডার লাইন করা যায়।

<i></i> - এটা হচ্ছে ইটালিক ট্যাগ।এর মাধ্যমে আপনি কোন লেখাকে ইটালিক করতে পারবেন।

<b></b> - এটা হচ্ছে বোল্ড ট্যাগ।এর মাধ্যমে আপনি কোন লেখাকে বোল্ড বা মোটা করতে পারবেন।

<strong></strong> - এটা হচ্ছে স্ট্রং ট্যাগ।এর মাধ্যমে আপনি বোল্ড টেক্সট এর মতই তবে আরেকটু বেশি মোটা টাইপের লেখা শো করতে পারবেন।

<small></small> - এটা হচ্ছে স্মল ট্যাগ।এর মাধ্যমে আপনি ছোট লেখা লিখতে পারবেন।

<sub></sub> - এটা হচ্ছে সাব ট্যাগ।এর মাধ্যমে আপনি কোন লেখাকে নিচের দিকে ছোট করে লিখতে পারবেন।অনেকটা এরকমঃ H2O

<sup></sup> - এটা হচ্ছে সুপার ট্যাগ।এর মাধ্যমে আপনি কোন লেখার উপরে ছোট করে লিখতে পারবেন।অনেকটা গণিতের পাওয়ার এর মত।

<p></p> - এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ।এর মাধ্যমে আপনি কোনো প্যারাগ্রাফ আপনার এইচটিএমএল ডকুমেন্ট অ্যাড করতে পারবেন। 

<h1></h1> to <h6></h6> - এগুলো হচ্ছে হেডিং ট্যাগ।এটা h1 থেকে h6 পর্যন্ত রয়েছে।আর পর্যায়ক্রমে এদের লেখার আকার বড় থেকে ছোট হতে থাকে।এগুলো মূলত হেডিং বা শিরোনাম লেখার জন্য ব্যবহার করা হয়।

<ul></ul> - এটা হচ্ছে ইউ এল ট্যাগ।এর মাধ্যমে আপনি আনঅর্ডার লিস্ট (Un-Ordered List) অর্থাৎ তালিকা তৈরি করতে পারবেন যার কোন গাণিতিক পর্যায়ক্রম থাকবেনা শুধু চিহ্ন দিয়ে তালিকাটা তৈরি হবে।
উদাহরণ হিসেবেঃ
  • উপাদানের নাম
  • উপাদানের নাম
  • উপাদানের নাম

<ol></ol> - এটা হচ্ছে ও এল টাগ।একে অর্ডারড লিস্ট বলা হয় অর্থাৎ আপনি আগের মতই তালিকা তৈরি করতে পারবেন তবে এক্ষেত্রে সংখ্যা দিয়ে পর্যায়ক্রম দেওয়া থাকবে 1 2 3 এরকমভাবে।
উদাহরণ হিসেবেঃ
  1. প্রথম উপাদান
  2. দ্বিতীয় উপাদান
  3. তৃতীয় উপাদান

<li></li> - এটা হচ্ছে এ আই ট্যাগ এবং এটা ul,ol tag এর ভেতরে ব্যবহার করা হয়।এর মাধ্যমে আপনি তালিকার প্রত্যেকটা উপাদান ul,ol এর ভেতরে যোগ করতে পারবেন।

<br/> - এটা লেখার মধ্যে লাইন ব্রেক করার জন্য।

<hr/> - এটা হচ্ছে একটা সমান্তরাল রেখা টানার জন্য।

<span></span> - এটা দিয়ে কোন কিছু এক সারিতে যোগ করা যায় অর্থাৎ একটার পর আরেকটা শো করবে।

<a></a> - এটা হচ্ছে html এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্যাগ।এর ধারা মূলত একটা পেজের সাথে আরেকটা পেইজ লিংক করে দেয়া যায়।এই যেমন ধরুন আপনার ফেসবুকে কোন লিংকে ক্লিক করলে আরেকটা পেইজ নিয়ে যায়।এই কাজটাই এইটা দিয়ে করা হয়।এটাকে বলা হয় এনকর ট্যাগ (anchor tag) যার প্রথম অক্ষর থেকেই এই ট্যাগের নামকরণ করা হয়েছে।

<mark></mark> - এটা দ্বারা কোন লেখাকে চিহ্নিত করা হয়।

<header></header> - একটা ওয়েবসাইটের উপরের অংশ বানাতে এইটা ব্যবহার করা হয়।যেমন আপনারা বিভিন্ন ওয়েবসাইটের উপরে লোগো ও মেনু দেখে থাকবেন।এই উপরের অংশটি তৈরি করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।

<main></main> - এটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাঝখানে যেই কন্টেন্টগুলো থাকে সেগুলো এর ভেতরে লেখা হয়।এটা header পরে ও footer এর আগে লেখা হয়।

<aside></aside> - এটা হচ্ছে এসাইড/পার্শবর্তী ট্যাগ অর্থাৎ বিভিন্ন website এ দেখতে পাবেন যেখানে একপাশে ডানে বা বামে বিভিন্ন ক্যাটাগরি থাকে ওইগুলো এর ভেতরে লেখা হয়।

<footer></footer> - এটা হচ্ছে ফুটার ট্যাগ যা একটা ওয়েবসাইটের নিচের অংশ তৈরিতে ব্যবহার করা হয়।

<article></article> - এটা হচ্ছে আর্টিকেল ট্যাগ।ওয়েব সাইটের বিভিন্ন আর্টিকেল show করানোর জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।

<nav></nav> - এটা হচ্ছে নেভিগেশন মেনু (navigation memu) তৈরি করার জন্য ব্যবহার করা হয়।

<button></button> - এটা হচ্ছে ক্লিক করা যায় এরকম বাটন তৈরীর জন্য।

<div></div> - এটা দিয়ে একটা পেইজে আলাদা আলাদা ডিভিশন বা অংশ তৈরী করা হয়।

<section></section> -  এটা একদমই div ট্যাগের মতো। শুধু এর নাম টা semantic অর্থাৎ এর নাম এর কাজকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। যেমন header, footer ট্যাগসমূহের নাম থেকেই বুঝতে পারি যে এগুলো html পেইজের কোন অংশে ব্যাবহার করতে হবে।

<form></form> - এর দ্বারা ওয়েব পেইজে বিভিন্ন ফরম তৈরী করা হয়, যার মধ্যে আমরা কারো কাছ থেকে কোনো তথ্য নিতে পারি।
নিচে একটা ফরম দেখানো হলোঃ

Demo Form


<input/> - এই ট্যাগ উপরের form ট্যাগের ভেতরে ব্যাবহার করতে হয়। এই ট্যাগের মাধ্যমেই একটা ফরমের মধ্যে নাম, পাসওয়ার্ড, নাম্বার ইত্যাদি লেখার জায়গা বানানো হয়। অর্থাৎ form ট্যাগ হচ্ছে এই ট্যাগগুলোর container । এই ট্যাগও উপরের link, meta ট্যাগের মতোই self-closing tag অর্থাৎ এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। শুধু একটা ফরওয়ার্ড স্ল্যাশ (/) দিয়ে ক্লোজ করা হয়।

<img/> - এই ট্যাগের মাধ্যমে কোনো ওয়েব পেইজে image/photo/picture show করানো হয়।

এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য বহুল ব্যবহৃত কিছু ট্যাগ এর নাম এবং সেগুলোর ব্যবহার তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও  আরও অনেক ট্যাগ রয়েছে, তবে সচরাচর যে ট্যাগগুলো বেশি ব্যবহার করা হয় আমি শুধু সেগুলোই তুলে ধরেছি।

আপনারা চাইলে গুগলে সার্চ করার মাধ্যমে আরও অনেক এইচটিএমএল ট্যাগ সম্পর্কে জানতে পারবেন। তবে আমি মনে করি যারা নতুন শিখছেন বা যারা জানেন আগে থেকেই তাদের জন্যও এই ট্যাগগুলোই যথেষ্ট। এর চেয়ে বেশি ট্যাগের প্রয়োজন হয় না একটি ওয়েব পেইজ তৈরী করার জন্য।

আজকে এই পর্যন্তই। ইনশা আল্লাহ আমি আপনাদের মাঝে এইচটিএমএল বাংলা কোর্স এর পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আমার নিয়মিত পোস্ট গুলো পড়তে থাকুন যার মাধ্যমে আপনারা আল্লাহর রহমতে নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে পারবেন বা অন্যান্য স্বাস্থ্য টিপস, ওয়েব ডেভেলপমেন্ট, CSS, JavaScript ইত্যাদি শিখতে পারবেন ইনশা আল্লাহ।

কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোথাও কোনো ভুল লক্ষ করলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। 😊

আল্লাহ হাফিজ

Comments


  1. Wow, happy to see this awesome post. I hope this think help any newbie for their awesome work.
    I have a largest platform Bangla Subtitle
    for any movies and shows with for free.I also tried and I entertained.

    ReplyDelete

Post a Comment